বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সকালে চোখ মেলে( Poem)

ফুসফুসকে খাদ্য জোগালাম। ফুসফুস রক্তকে নির্দেশ দিল, ঘরে ঘরে পৌঁছে দাও আজকের খবর। কোষেরা তাদের সন্তান সন্ততি নিয়ে নিশ্চিন্ত হল, যাক আজ আর চিন্তা নেই। দুয়ারে দুয়ারে এখন চিন্তাহীন খোরাক। আমার ভবিষ্যত নিয়ে এখন চলছে প্রতিযোগিতা। পাঁচ বছর পর পর এমন প্রতিযোগিতা আবার হবে, আবার দুয়ারে দুয়ারে হাসি খেলে যাবে হামাগুড়ি দিয়ে। পাখা ঘুরবে অহরহ, আমার জগত চোখ মেলার অবকাশ হীন।। ২৩/০৪/২৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

হে মহাজীবন

মাঝরাতে হৃদয় খুব উথাল পাথাল করছিল। সত্তরের কাছাকাছি পৌঁছে হৃদয় বসন্তের ডাক শুনতে পায়না, পরপারের ডাক শোনে। আর সে ডাক শুনতে ভয় করে, এই সু...