বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সকালে চোখ মেলে( Poem)

ফুসফুসকে খাদ্য জোগালাম। ফুসফুস রক্তকে নির্দেশ দিল, ঘরে ঘরে পৌঁছে দাও আজকের খবর। কোষেরা তাদের সন্তান সন্ততি নিয়ে নিশ্চিন্ত হল, যাক আজ আর চিন্তা নেই। দুয়ারে দুয়ারে এখন চিন্তাহীন খোরাক। আমার ভবিষ্যত নিয়ে এখন চলছে প্রতিযোগিতা। পাঁচ বছর পর পর এমন প্রতিযোগিতা আবার হবে, আবার দুয়ারে দুয়ারে হাসি খেলে যাবে হামাগুড়ি দিয়ে। পাখা ঘুরবে অহরহ, আমার জগত চোখ মেলার অবকাশ হীন।। ২৩/০৪/২৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মঙ্গলজড়ি ১

মঙ্গলজড়ি জলাশয়ে অনেক পাখি আমরা দেখি, দেখতে থাকি নানা গোলার্ধের রং বাহারি পাখি আসে আছে আমাদের প্রতিবেশী পাখিও ওরা পাঁচমিশালি জীবন যাপন...