শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ধার্মিক থেকে অধার্মিক হবার গল্প

ধার্মিক থেকে অধার্মিক, আস্তিক থেকে নাস্তিক - এক জীবন ব্যাপী সাধনা। প্রতিপদে থাকে স্খলনের সম্ভাবনা। যুদ্ধে মগ্ন থাকতে হয় প্রতিনিয়ত। সব চেয়ে বড় বাধা আসে পরিবার এবং সমাজ থেকে। সেই সব কথাই আজকের বিষয়। জন্ম পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের এক অজ গাঁয়ের কৃষক পরিবার। ধর্ম এসেছে লোকাচারের হাত ধরেই। শরীরে প্রবাহিত রক্তের মত ধর্ম ও আমাদের জীবনে প্রবাহিত। মজ্জার সাথে জড়িয়ে সেই বিশ্বাস ভেঙে অবিশ্বাসীর দলে ভেড়া এক কঠিন পথ। লিখবো না- অনুরোধ জানাই ভিডিওটা দেখার জন্য। https://youtu.be/9lgezbRnERU?si=Vm9Ctt4joEBObz1n

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

হে মহাজীবন

মাঝরাতে হৃদয় খুব উথাল পাথাল করছিল। সত্তরের কাছাকাছি পৌঁছে হৃদয় বসন্তের ডাক শুনতে পায়না, পরপারের ডাক শোনে। আর সে ডাক শুনতে ভয় করে, এই সু...