বুধবার, ২ এপ্রিল, ২০২৫

ছবি

আমার সামনে স্মিত হেসে যিনি তাকিয়ে আছেন হাঁটুর উপর হাঁটু তার উপর ডান হাত তারপর বাঁ হাত মাধ্যমিকের জ্যামিতিক ভঙ্গিমায় ছবি হয়ে তিনি চলে গেছেন যেমন চলে গেছে বালক বেলার শিহরণ কৈশোর টপকাতে টপকাতে নিষিদ্ধ-সিদ্ধের অলিগলি চলে গেছে পৃথিবী বদলানোর উন্মাদ আশ্রম ছবি এখন কুঁচকানো ত্বক, সাদা চুল ঘোলাটে চোখের এলোমেলো ভবিষ্যত । ২৭/০৩/২৫ ২০২ বাস। ,২.১৩ দূপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মঙ্গলজড়ি ১

মঙ্গলজড়ি জলাশয়ে অনেক পাখি আমরা দেখি, দেখতে থাকি নানা গোলার্ধের রং বাহারি পাখি আসে আছে আমাদের প্রতিবেশী পাখিও ওরা পাঁচমিশালি জীবন যাপন...