বুধবার, ২ এপ্রিল, ২০২৫

ছবি

আমার সামনে স্মিত হেসে যিনি তাকিয়ে আছেন হাঁটুর উপর হাঁটু তার উপর ডান হাত তারপর বাঁ হাত মাধ্যমিকের জ্যামিতিক ভঙ্গিমায় ছবি হয়ে তিনি চলে গেছেন যেমন চলে গেছে বালক বেলার শিহরণ কৈশোর টপকাতে টপকাতে নিষিদ্ধ-সিদ্ধের অলিগলি চলে গেছে পৃথিবী বদলানোর উন্মাদ আশ্রম ছবি এখন কুঁচকানো ত্বক, সাদা চুল ঘোলাটে চোখের এলোমেলো ভবিষ্যত । ২৭/০৩/২৫ ২০২ বাস। ,২.১৩ দূপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

হে মহাজীবন

মাঝরাতে হৃদয় খুব উথাল পাথাল করছিল। সত্তরের কাছাকাছি পৌঁছে হৃদয় বসন্তের ডাক শুনতে পায়না, পরপারের ডাক শোনে। আর সে ডাক শুনতে ভয় করে, এই সু...