শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

তোমাকে

ভালবাসি তোমাকে, ভালবাসতে ইচ্ছে করে তোমাকে ঝরনার জল অফুরান এখন গন্ধ পাই তোমার শরীরে উৎকট হিংসার গন্ধ, তোমার মুক্ত দাঁতের ফাঁকে সাপেরা কিলবিল করে তবু ভালবাসা দলা পাকায় গলায়, মুক্তি চায় ০৭/০৩/২০২৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

হে মহাজীবন

মাঝরাতে হৃদয় খুব উথাল পাথাল করছিল। সত্তরের কাছাকাছি পৌঁছে হৃদয় বসন্তের ডাক শুনতে পায়না, পরপারের ডাক শোনে। আর সে ডাক শুনতে ভয় করে, এই সু...