মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

দিন যাব যাব করছে

দিন যাব যাব করছে সেই বিকাল থেকে উসখুস পাখিরা ডানার ভর ছেড়ে ডালে ডালে পাতার আড়ালে শান্তি খুঁজছে আমি যাব যাব করছি সেই বিকাল থেকে উসখুস খুঁজে চলেছি এলোমেলো ছড়ানো জীবন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

হে মহাজীবন

মাঝরাতে হৃদয় খুব উথাল পাথাল করছিল। সত্তরের কাছাকাছি পৌঁছে হৃদয় বসন্তের ডাক শুনতে পায়না, পরপারের ডাক শোনে। আর সে ডাক শুনতে ভয় করে, এই সু...