বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বুড়ো হলে (Poem)

বুড়ো হলে হাটতে হয়। হাটতে হাটতে বুড়ো হতে হয়। তারপর বুড়োদের ভিড়ে থাকতে থাকতে শিরদাঁড়া বেঁকে যায়। বাঁকা হাড়ে বোঝা বোয়া যায় না, তাই সচল পৃথিবী বাঁকা হাসে।সে হাসিতে কী যে থাকে তা কেবল বুড়ো হাড় বুঝতে পারে, নির্মোহ পৃথিবী সে সব দেখে না। এসব ভাবনা যখন তিনি উগরাচ্ছিলেন চোখের কোনে জলের মত কি যেন চিকচিক করছিল, সেখানে কোন স্বপ্ন ছিল না। 24/04/24

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

হে মহাজীবন

মাঝরাতে হৃদয় খুব উথাল পাথাল করছিল। সত্তরের কাছাকাছি পৌঁছে হৃদয় বসন্তের ডাক শুনতে পায়না, পরপারের ডাক শোনে। আর সে ডাক শুনতে ভয় করে, এই সু...