শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

আমি লিখতে চাই

আমি লিখতে চাই ( সামনে নির্বাচন, ঘটনা - অঘটনার ছড়াছড়ি। সখের লেখক, কিনতু কিছু লিখছিনা, নিজেকে অপরাধী মনে হচ্ছে। ভাবলাম - একটা note লিখে রাখি, পরে লেখার চেষ্টা করবো। কিনতু note আমাকে নিয়ে টেনেহিঁচড়ে যেখানে গিয়ে থামলো, তারমধ্যে কেমন একটা কাব্যি কাব্যি গন্ধ। সময় পেলে একটু পড়ুন, আর পারলে একটা মন্তব্য..) আমার কবিতা লিখতে খুব ইচ্ছে করে, ভালবাসার কবিতা। লিখি, লিখতে চেষ্টা করি কিন্তু আমার ভালবাসা প্রকাশ করতে পারি না। আমি আমাকে ভালবাসি, পরিবারের প্রতিজনকে ভালবাসি, সমাজের মানুষকে ভালবাসি, দেশের মানুষ, পৃথিবীর মানুষ এবং পৃথিবীর সব প্রাণকে ভালবাসি। আমার ভালবাসার কথা প্রাণ উজাড় করে বলতে চাই, লিখতে চাই। আমি তোমাকে বলতে চাই, তাঁকে বলতে চাই, সে কে বলতে চাই কবিতার ভাষায়, সুন্দরের ভাষায়। আমার তোমার সে র ভালবাসা বাঁচিয়ে রাখার মন্ত্র জানিনা কিনতু চাই শান্ত সকালের মত বেঁচে থাকি আমি তুমি সে, বেঁচে থাকুক গাছ নদী আকাশের পৃথিবী। আমি লিখতে চাই আগুণ ঝরা কলম দিয়ে আমার জ্বালা তোমার জ্বালা সে র জ্বালা পৃথিবীর জ্বালা। তারপর জ্বলে যেতে চাই জ্বালানো মশাল কেউ ধরবে বলে। ১২/০৪/২০২৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

হে মহাজীবন

মাঝরাতে হৃদয় খুব উথাল পাথাল করছিল। সত্তরের কাছাকাছি পৌঁছে হৃদয় বসন্তের ডাক শুনতে পায়না, পরপারের ডাক শোনে। আর সে ডাক শুনতে ভয় করে, এই সু...