আনাচে কানাচে ফেলনা জিনিস অযত্নে থাকে
থাকে অথবা অবহেলায় ছুঁড়ে ফেলা হয়
এ চিত্র পটে আঁকা নয়।
তৃতীয় বিশ্বের একটি দেশ
বিশ্বের তৃতীয় ধনী হবার লক্ষে ধেয়ে চলেছে
চাঁদের পিঠে নামছে যান, যুদ্ধাস্ত্র ছুটছে নিশানায়
প্রধানমন্ত্রী সাওয়ারী হচ্ছেন যুদ্ধবিমানে
কল্পিত স্বর্গের চেহারায় তৈরি হচ্ছে মন্দির
উন্নয়নের কত শত ধারা
ধারা টাকার ফুলঝুরি।
বাংলার সবচেয়ে কুলীন হাসপাতাল,
লোকে গিজগিজ, শহরের অথবা বস্তির
ভর্তির হাহাকার, সরীসৃপ লাইন
আনাচে কানাচে বিশ্রামবাসের কেন্ন জীবন।
এই চিত্র পটে আঁকা নয়।
৩০/১১/২৩
PG Hospital, Kolkata
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন