হাত মেলাও
হাত মেলাও
রক্ত গরমের কোন সময় থাকেনা। রাষ্ট্র যখন
গরীবকে মারে, কোন অবগুন্ঠন ছাড়াই
সাদা কালোর কালাপাহাড় তৈরী করে,
তখন রক্ত গরম হয়। সে শীত বা অশীতের তোয়াক্কা না করে গরম শব্দ তৈরী করে।
ছড়িয়ে পড়তে চায় শহর থেকে গন্জে, গ্রামে। মানুষের দোরে দোরে ঘুরে বলতে চায়,
এই যে সাদা হাড় , এতে যে কালো কালো দাগ এটা তোমার, তোমার পূর্বপুরুষের রক্তের দাগ। এরক্তে মিশে আছে ঘৃণা, শোষকদের প্রতি; এরক্তে মিশে আছে অত্যাচার অবমাননার কালো ইতিহাস, এরক্তে মিশে আছে পূর্বসূরির বিদ্রোহ, তোমার শৃঙ্খল মুক্তির অঙ্গীকার।
খিল খোল দোরের, বাইরে এসো-
শতসহস্র হাতে হাত মেলাও আর গর্জে ওঠো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন