শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

হাত মেলাও

হাত মেলাও
হাত মেলাও

রক্ত গরমের কোন সময় থাকেনা। রাষ্ট্র যখন
গরীবকে মারে, কোন অবগুন্ঠন ছাড়াই 
সাদা কালোর কালাপাহাড় তৈরী করে, 
তখন রক্ত গরম হয়। সে শীত বা অশীতের তোয়াক্কা না করে গরম শব্দ তৈরী করে। 
ছড়িয়ে পড়তে চায় শহর থেকে গন্জে, গ্রামে। মানুষের দোরে দোরে ঘুরে বলতে চায়, 
এই যে সাদা হাড় , এতে যে কালো কালো দাগ এটা তোমার, তোমার পূর্বপুরুষের রক্তের দাগ। এরক্তে মিশে আছে ঘৃণা, শোষকদের প্রতি; এরক্তে মিশে আছে অত‍্যাচার অবমাননার কালো ইতিহাস, এরক্তে মিশে আছে পূর্বসূরির বিদ্রোহ, তোমার শৃঙ্খল  মুক্তির অঙ্গীকার।

খিল খোল দোরের, বাইরে এসো-
শতসহস্র হাতে হাত মেলাও আর গর্জে ওঠো।

সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

পটে আঁকা নয়

 


আনাচে কানাচে ফেলনা জিনিস অযত্নে থাকে

থাকে অথবা অবহেলায় ছুঁড়ে ফেলা হয়

এ চিত্র পটে আঁকা নয়।


তৃতীয় বিশ্বের একটি দেশ

বিশ্বের তৃতীয় ধনী হবার লক্ষে ধেয়ে চলেছে

চাঁদের পিঠে নামছে যান, যুদ্ধাস্ত্র ছুটছে নিশানায় 

প্রধানমন্ত্রী সাওয়ারী হচ্ছেন যুদ্ধবিমানে

কল্পিত স্বর্গের চেহারায় তৈরি হচ্ছে মন্দির

উন্নয়নের কত শত ধারা

ধারা টাকার ফুলঝুরি।


বাংলার সবচেয়ে কুলীন হাসপাতাল,

 লোকে গিজগিজ, শহরের অথবা বস্তির 

ভর্তির হাহাকার, সরীসৃপ লাইন

আনাচে কানাচে বিশ্রামবাসের কেন্ন জীবন।


এই চিত্র পটে আঁকা নয়।

৩০/১১/২৩

PG Hospital, Kolkata 

শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

চুপচাপ আছেন

 চুপচাপ আছেন, বেশ আছেন

ঘটেছে কতকিছু ঘটছে কতকিছু  ঘটবে কতকিছুই


আপনার দায় কী, আপনার কী

নেতারা আছেন তারা দেখেছেন দেখছেন দেখবেন


আপনি তাদের একজন যারা সংখ্যায় ভারি

যারা দাড়িপাল্লা ছক বদলাতে পারে 


ভাবনাহীন সময় কাটাচ্ছেন  কাটান

একদিন  নিরালম্ব হবেন  হবেন বাটখারাহীন।

১/১২/২৩

মঙ্গলজড়ি ১

মঙ্গলজড়ি জলাশয়ে অনেক পাখি আমরা দেখি, দেখতে থাকি নানা গোলার্ধের রং বাহারি পাখি আসে আছে আমাদের প্রতিবেশী পাখিও ওরা পাঁচমিশালি জীবন যাপন...