বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

কবিতা: শিক্ষা

শিক্ষা
আমার বাবা আমারে কইছেলো
নেখাপরা না শিখলি মানুষ হবিনা।
তার বাবা কয় নাই
তার বাবা কয় নাই
তার বাবা কয় নাই  তারা মানুষ ছেল না।
তবু তারা বিনা অস্ত্রে নড়েছিল 
মর্যাদার জন্যি  মানুষের মর্যাদা পাবার আশায়।

আমি নেখাপরা শিখছি
আমরা নেখাপরা শিখছি
কিন্তু
আমরা যারে বাবা কই, গুরু কই, ঠায়ুর কই
তার কথা মানিনা
তার ধম্ম মানিনা
তেত্রিশ কোটি দেবতার চরণামৃত গিলি
বামনের বেদবাক্য ঠারে ঠারে মেনে চলি
রক্ত ঢালি বুক চিরা।
আমরা মর্যাদা শব্দ জানিনা
আমরা মানুষের মানে বুঝিনা
আমরা লড়াই ভাবিনা।

আমরা লেখাপড়া শিখেছি, মানুষ হইনি।
২৩/১১/২৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মঙ্গলজড়ি ১

মঙ্গলজড়ি জলাশয়ে অনেক পাখি আমরা দেখি, দেখতে থাকি নানা গোলার্ধের রং বাহারি পাখি আসে আছে আমাদের প্রতিবেশী পাখিও ওরা পাঁচমিশালি জীবন যাপন...