বুধবার, ৬ জুলাই, ২০২২

কুটিগল্প : রোদের ছটা

(করোনায় অসুস্থ হওয়ার পরে ইউটিউবের জন্য ভিডিও করা প্রায় বন্ধ। পড়ন্ত বিকেলে ছাদে বসে পশ্চিমের আকাশ দেখছিলাম। ছেলেবেলা ভিড় করলো । ভিডিও র জন্য একটা লেখা মকশো করলাম। ভিডিও করা হোলনা, একটি কুটিগল্প হলো। হলো কি ?)

রোদের ছটা।

পড়ন্ত বিকেল। খালপাড়ে একা বসে ছিলাম। মিষ্টি হাওয়া। সূর্য ডুবুডুবু। আকাশে মেঘের খেলা। বকেরা বিল থেকে ফিরছে। সারি বেঁধে আকাশে মালা হয়ে উড়ে যাচ্ছে।

একছটা রোদ হাসতে হাসতে উড়ে এসে বসলো আমার পাশে। কোচরে মুড়ি।

মেঘেরা চেহারা পাল্টাচ্ছিল ক্ষণে ক্ষণে। বিড়াল থেকে ঘোড়া, ঘোড়া থেকে পাহাড় ! অবাক চোখে দেখছিলাম আর কোচর থেকে মুড়ি নিয়ে খাচ্ছিলাম।
সে আমার দিকে তাকালো খানিক। ওর মুখে বিদায়ী সূর্যের রং। হঠাৎ উঠে ভাসতে ভাসতে চলে গেল।

সে পড়ন্ত বিকেল আর ফিরে আসেনি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

হে মহাজীবন

মাঝরাতে হৃদয় খুব উথাল পাথাল করছিল। সত্তরের কাছাকাছি পৌঁছে হৃদয় বসন্তের ডাক শুনতে পায়না, পরপারের ডাক শোনে। আর সে ডাক শুনতে ভয় করে, এই সু...