তাজমহল
অষ্টম আশ্চর্য দেখতে দেখতে চোখ ঝালাপালা। সপ্তম কি আর দেখতে পাবো ! সেই আটের দশকের শুরুতে বন্ধুর সাথে দিল্লি হরিদ্বার কেদার গেলাম । আগ্রা বন্ধু গেল আমি গেলাম না। আমার তো চাদনী রাতে দেখার স্বপ্ন ! সেরাত ছিল অমবশ্যার। তারপর স্বপ্নের আবদার বাড়লো- চাদনী রাতের সাথে প্রেমিকাকে নিয়ে যাব মমতাজকে দেখতে।
বউ এলো ঘরে, প্রেমিকা এলোনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন