বৃষ্টির জল হবো :কবিতার কথা।
আমাদের এই গ্রহ, পৃথিবী, প্রকৃতির সৃষ্টি। সেই পৃথিবীর সৃষ্টি প্রাণ। প্রাণের এক পরিণতি মানুষ। মানুষ বেঁচে থাকার তাগিদে পরিক্রমা করেছে পৃথিবীর এপ্রান্ত থেকে সেপ্রান্তে, যা পরিযায়ী পাখিরা এখনো করে। এ পৃথিবী সবার, স্বাধীনভাবে বাঁচার অধিকার সবার।
কিন্তু মানুষ নামক প্রাণীর হাত ধরে এলো সভ্যতা। মানুষ তার পরিযায়ী অবস্থান ধীরে ধীরে পাল্টাতে শুরু করলো। থিতু হতে থাকল তারা। গন্ডিবদ্ধ হতে থাকলো। সীমানা তৈরি করলো। প্রকৃতিজাত সন্তানেরা স্বাধীনতা হারাতে থাকলো দেশ নামক খোয়াড়ের কাছে। একদা পৃথিবীটাই একটা দেশ ছিল সবার জন্যে। সেই দেশটি আর থাকলনা, দৃশ্য অদৃশ্য প্রাচীর উঠতে লাগলো। বিভেদের প্রাচীর, কাঁটাতারের বেড়া।
সেই ক্ষমতালোভীদের হাত ধরে একদিন ভাগ হয়ে গেল আমার বাংলা। এক অদৃশ্য প্রাচীর গড়ে উঠল বাংলাভাষী মানুষের মধ্যে। যা ওলটপালট করে দিল অসংখ্য জীবন। মানুষের চিরন্তন হাহাকার ভাসতে লাগল আকাশে বাতাসে। অথচ সব সীমানা উপেক্ষা করে একসাথে থাকার কি তীব্র বাসনা !
একবার ,আন্দামানে একজন বয়স্ক মানুষের সাথে কথা বলছিলাম। বয়স আশি পেরিয়ে গেছে। বললেন, -" ষাট বছর পর লাঠিতে ভর দিয়ে গেলাম দেশে। আমার গ্রামে, আমার বাপ ঠাকুর্দার বসতবাড়ি। অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের তৈরি ঘর এখনো আছে। সে ঘরে এখন অন্যেরা থাকে, সেঘরে ঢোকার অধিকার আমার নেই ! উঠানে সাষ্টাঙ্গে প্রনাম করলাম। ধূলো নিলাম মাথায়। এ ধূলো আমার জন্মস্থানের ধূলো। এ ধূলোর স্বাদ আর কোনদিন আমি পাবোনা......।"
আরেকবার , গেলাম দন্ডকারণ্য। এক বৃদ্ধা দৃষ্টিশক্তি কমে আসা চোখে, টিনের ঘরের ফুটোদিয়ে আসা আলোর রেখার দিকে তাকিয়ে তাঁর ছেড়ে আসা জীবনের কথা বলছিল। কথা বলতে বলতে জল পড়ছিল দুচোখ থেকে। তাঁর একটা কথা, " ঐ যে আকাশ ওর অন্যপারে আমার দেশ। জীবনে আর কোন দিন সেদেশ আমি দেখতে পাবোনা।"
হাহাকার, দেশ ছাড়ার, জন্মভূমি ছাড়ার। সারা পৃথিবী জুড়ে এমন হাহাকার ভেসে চলেছে।
আকাশে যখন মেঘ ভেসে যায়, মনে হয়, ঐ মেঘ-ভেলায় যদি আমি চড়তে পারতাম, সীমানা ডিঙিয়ে ঝরে পড়তাম জন্মভূমি মায়ের কোলে.....!
তেমনি কোন একদিনে যন্ত্রণায় কলম ঝরে উঠে এলো কথা....
সমুদ্র দূর্গম জানি
কাঁটাতারের বেড়া কি দূর্গম তারও চেয়ে,
তবে কেন কাঁটাতার ডিঙাতে পারিনা ?
তুই তো ওখানে আছিস্
গল্প করিস্ সাত সমুদ্র তের নদীর,
তবু কাঁটাতারের সীমানা কেন শেষ হয়না ?
তুইতো ওখানে আছিস্
গোলাপের গন্ধ দুহাতে মাখিস্,
সে গন্ধ আমি কেন ছুঁতে পারিনা ?
তুইতো ওখানে আছিস্
ফরাক্কার শুকনো জলে ভেজা কান্নায়
আল্লার দরবারে নালিশ,
কলমের কালি কেন জন্ম দেয় কাঁটাতারের ?
চৈত্রের শুষ্কতায় ফোটা ফোটা জল
সমুদ্র তো অনেক বড়, নোনাজল
এ বৃষ্টি সমুদ্রের ? মিঠে মিঠে
কাঁটাতারের বাধা কোথায় ?
আমি বৃষ্টির জল হব
মিশে যাব তোর ছায়ায়।
কলমের কালি জন্ম দেয় কাঁটাতারের
আমি বৃষ্টির জল হব
মিশে যাব তোমার মায়ায়।।
#writings, #goutamaalee, #lifestyleblog
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন