শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

মঙ্গলাজড়ি ২

মঙ্গলাজড়ি গ্রাম দিয়ে হাঁটতে হাঁটতে গ্রাম ছাড়িয়ে হাঁটতে হাঁটতে দুপাশে পাখির ক্ষেত ডাইনে বাঁয়ে বিস্ফারিত চোখে হারিয়ে গেলাম মানে ঢুকে পড়লাম চিলকার হ্রদের অন্তরে আসলে কা - কা রাও জানে কারো অন্তরে এতোটুকু ফাঁকা নেই অন্যের বাঁশরি শোনার চিলকা হ্রদের জল কাদা শ্যাওলা পানা আবহমানকাল পালা করে ধরেছে অনেক মন সাদা কালো ধূসর বেগুনি, রঙ বেরঙের পাখিদের এবং মানুষের এবং দেশ বিদেশের নোনাজল মিঠেজল চিলকাহ্রদের অন্তরে ঢুকে কেবল মানুষ হবার যাদুমন্ত্র খুঁজি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মঙ্গলজড়ি ১

মঙ্গলজড়ি জলাশয়ে অনেক পাখি আমরা দেখি, দেখতে থাকি নানা গোলার্ধের রং বাহারি পাখি আসে আছে আমাদের প্রতিবেশী পাখিও ওরা পাঁচমিশালি জীবন যাপন...