মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

পিকনিক ১১.০১.২০২৬

ট্রাভেলিং এজেন্ট এর পিকনিকে গিয়ে চেনা কাউকে পেলামনা। মন খারাপের কথা লিখতে গেলাম। শেষ পর্যন্ত যা হলো সেটা প্রেমের বিরহের কবিতা। সত্তুরে এসে এই কবিতা ! বউয়ের ঠেঙানো খেতে বাকি। কিন্তু লিখে যখন ফেলেছি... _---+---------------------------------- এতো লোক এতো হাসি তবু একা লাগে। এতো দল আছে তবু একা লাগে। শান্ত মনের উষাকাল বা সূর্যাস্তের বিকাল অথবা চাঁদনি রাতের ছাদের কার্নিশ একা লাগে প্যাঙ্গং নীল জলে রং বাহারি প্রেমিক পাহাড়কে অপলক ধরে রাখে শাড়ির আঁচল বেয়ে ভালবাসারা খিলখিল করে লুটায় ধূলায় আমি খুঁজে ফিরি নিঃশ্বাসের তপ্ত সুবাস আঁধার ঘনিয়ে, রাত গভীর হয় গ্যালাক্সি কক্ষ ছেঁড়ে নেমে আসে হাতের মুঠোয় মনের ফাঁকা অন্দর একা থাকে একা লাগে একা লাগে যখন তুমি আশেপাশে থাকো উদাস উদাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মঙ্গলজড়ি ১

মঙ্গলজড়ি জলাশয়ে অনেক পাখি আমরা দেখি, দেখতে থাকি নানা গোলার্ধের রং বাহারি পাখি আসে আছে আমাদের প্রতিবেশী পাখিও ওরা পাঁচমিশালি জীবন যাপন...