শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

মঙ্গলজড়ি ১

মঙ্গলজড়ি জলাশয়ে অনেক পাখি আমরা দেখি, দেখতে থাকি নানা গোলার্ধের রং বাহারি পাখি আসে আছে আমাদের প্রতিবেশী পাখিও ওরা পাঁচমিশালি জীবন যাপন কাটায় যে যার মত খায় ওড়ে ফেরে আপন ধর্মে স্বদেশ বিদেশ বিচার বিহীন মানুষের কোন মঙ্গলজড়ি নেই দেশ ধর্ম জাত বিভেদের শত প্রাচীরে চুনকাম করতে ব্যস্ত সদাই।।

মঙ্গলাজড়ি ২

মঙ্গলাজড়ি গ্রাম দিয়ে হাঁটতে হাঁটতে গ্রাম ছাড়িয়ে হাঁটতে হাঁটতে দুপাশে পাখির ক্ষেত ডাইনে বাঁয়ে বিস্ফারিত চোখে হারিয়ে গেলাম মানে ঢুকে পড়লাম চিলকার হ্রদের অন্তরে আসলে কা - কা রাও জানে কারো অন্তরে এতোটুকু ফাঁকা নেই অন্যের বাঁশরি শোনার চিলকা হ্রদের জল কাদা শ্যাওলা পানা আবহমানকাল পালা করে ধরেছে অনেক মন সাদা কালো ধূসর বেগুনি, রঙ বেরঙের পাখিদের এবং মানুষের এবং দেশ বিদেশের নোনাজল মিঠেজল চিলকাহ্রদের অন্তরে ঢুকে কেবল মানুষ হবার যাদুমন্ত্র খুঁজি ।

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

পিকনিক ১১.০১.২০২৬

ট্রাভেলিং এজেন্ট এর পিকনিকে গিয়ে চেনা কাউকে পেলামনা। মন খারাপের কথা লিখতে গেলাম। শেষ পর্যন্ত যা হলো সেটা প্রেমের বিরহের কবিতা। সত্তুরে এসে এই কবিতা ! বউয়ের ঠেঙানো খেতে বাকি। কিন্তু লিখে যখন ফেলেছি... _---+---------------------------------- এতো লোক এতো হাসি তবু একা লাগে। এতো দল আছে তবু একা লাগে। শান্ত মনের উষাকাল বা সূর্যাস্তের বিকাল অথবা চাঁদনি রাতের ছাদের কার্নিশ একা লাগে প্যাঙ্গং নীল জলে রং বাহারি প্রেমিক পাহাড়কে অপলক ধরে রাখে শাড়ির আঁচল বেয়ে ভালবাসারা খিলখিল করে লুটায় ধূলায় আমি খুঁজে ফিরি নিঃশ্বাসের তপ্ত সুবাস আঁধার ঘনিয়ে, রাত গভীর হয় গ্যালাক্সি কক্ষ ছেঁড়ে নেমে আসে হাতের মুঠোয় মনের ফাঁকা অন্দর একা থাকে একা লাগে একা লাগে যখন তুমি আশেপাশে থাকো উদাস উদাস।

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

ছাব্বিশে প্রার্থনা

নতুন বছর মোদিকে মানবিক করুক নতুন বছর মমতাকে মমতাময়ী করুক নতুন বছর আমাকে বিদ্বেষহীন করুক হাতের মুঠোয় চাঁদ নিয়ে মানুষ খেলবে।।

মঙ্গলজড়ি ১

মঙ্গলজড়ি জলাশয়ে অনেক পাখি আমরা দেখি, দেখতে থাকি নানা গোলার্ধের রং বাহারি পাখি আসে আছে আমাদের প্রতিবেশী পাখিও ওরা পাঁচমিশালি জীবন যাপন...