বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

আক্রোশ

যারা হিংসা ছাড়া কিছু বোঝে না তাদের মোকাবিলা করতে হবে হিংসা দিয়ে, যারা খুন ভালবাসে তাদের খুন উপহার দিতে হবে। যারা কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, যারা জ্যান্ত মানুষকে মেরে ঝুলিয়ে পুড়িয়ে দেয়, যারা সাত বছরের শিশুকে ঘরে আটকে পুড়িয়ে মারে তাদের আর কী উপহার দেয়া যায় ? ওদের সৃষ্টিকর্তাও এই নরাধমদের এমন শাস্তি চায়। এসব রাগের কথা। দূষিত আবহাওয়ায় যখন গা ঘিনঘিন কেন্নরা বেড়ে ওঠে, যখন সবুজ পাতারা পচে যেতে থাকে, যখন পঁচা শামুখেরা পা কাটতে থাকে ক্রমাগত, যখন ঈদের চাঁদ খুশি বয়ে আনেনা - রাগেরা দল বেঁধে আসে। উগরে দিতে চায় ঘৃণা, জ্বলন্ত লাভা হয়ে আছড়ে পড়ে বারো ভুঁইয়ার বাংলায়। শ্মশান স্নিগ্ধ আবেশে বয়ে চলে আক্রোশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মঙ্গলজড়ি ১

মঙ্গলজড়ি জলাশয়ে অনেক পাখি আমরা দেখি, দেখতে থাকি নানা গোলার্ধের রং বাহারি পাখি আসে আছে আমাদের প্রতিবেশী পাখিও ওরা পাঁচমিশালি জীবন যাপন...