বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

রিইউনিয়ন, বিএসসি, ২০২৫

তোমার সামনে দাঁড়ালাম তুমি কি শিহরিত হলে আচম্বিতে! প্রতিক্ষার দীর্ঘদিন দীর্ঘশ্বাস অবসান হলো! সেই কবে কবে যেন অসংখ্য পায়ের ভিড়ে সংখ্যাহীন শব্দের সিম্ফনি তার মাঝে দুটি পায়ের রিনিঝিনি এখনো মন দোলায়! শত কোলাহলে এখনো তুমি খোঁজ কোকিলের ডিম নিরন্ন দুপুর আজও একাকী থাকে কার্নিশে! আমি দাঁড়ালাম তোমার সামনে কেঁপে উঠল দেয়ালেরা, ঝাপসা চোখে তোমার চোখের শিহরিত উচ্ছাস পাশ দিয়ে বয়ে গেল কলকল ধারা মানস মাধবী মীনা অমল কমল নবীনা রোমিতা কত শত নামের ভেলা ভেসে যায় স্মৃতি সরণীতে মনভার উদ্দামতা টেনে নেয় তোমার আঙ্গিনায়।। ১৭/০৪/২০২৫ সকাল ৮.৩০মি.

বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

ওর -আমার

ওর মাথায় টুপি থাকতো আমার গলায় তুলসীমালা আমরা ছিলাম হাটে মাঠে ঘাটে মন্দিরে মসজিদে যেমন শামুখেরা জলে থাকে এবং ডাঙ্গায় যেমন গাঁদা ফুল ফোটে রকম রকম যেমন রাখালের বাঁশিতে লালনের সুর বাজে, বাজে কীর্তন যেমন সন্ধ্যার আকাশে ভাসে আযানের সুর এবং উলুধ্বনি ঈদের খুশি আর বিজয়ার গলাগলি এক হয়ে যায়। ওর মাথায় এখনো টুপি আছে আমার গলায় তুলসীমালা আমরা আছি হাটে মাঠে ঘাটে মন্দিরে মসজিদে সময়ের ব্যবধানে কবে যেন দেয়াল মাঝে কারা যেন হুঙ্কার সশস্ত্র বাড়াচ্ছে দ্বেষ রাম রহিমে। কেন যেন কারা যেন আমাদের মনের গহীনে জ্বালাচ্ছে আগুন।। ৩/৪/২৫ দমদম, সকাল ১০.১৫

বুধবার, ২ এপ্রিল, ২০২৫

ছবি

আমার সামনে স্মিত হেসে যিনি তাকিয়ে আছেন হাঁটুর উপর হাঁটু তার উপর ডান হাত তারপর বাঁ হাত মাধ্যমিকের জ্যামিতিক ভঙ্গিমায় ছবি হয়ে তিনি চলে গেছেন যেমন চলে গেছে বালক বেলার শিহরণ কৈশোর টপকাতে টপকাতে নিষিদ্ধ-সিদ্ধের অলিগলি চলে গেছে পৃথিবী বদলানোর উন্মাদ আশ্রম ছবি এখন কুঁচকানো ত্বক, সাদা চুল ঘোলাটে চোখের এলোমেলো ভবিষ্যত । ২৭/০৩/২৫ ২০২ বাস। ,২.১৩ দূপুর।

হে মহাজীবন

মাঝরাতে হৃদয় খুব উথাল পাথাল করছিল। সত্তরের কাছাকাছি পৌঁছে হৃদয় বসন্তের ডাক শুনতে পায়না, পরপারের ডাক শোনে। আর সে ডাক শুনতে ভয় করে, এই সু...