বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

হাত ধরো ১৩.০৬.২০২৪

হাত ধরো আহা ধরোই না, শক্ত করে ধরো এবার উঠে দাঁড়াও বুক ভরে শ্বাস নাও শিরদাঁড়া সোজা করো দেখ তোমার হাঁটু আর কাঁপছে না তোমার আর মনে হচ্ছে না তুমি একা মনে হচ্ছে না এ পৃথিবীতে তুমি একাই আছো তোমার হাত ধরার জন্য মানুষ আছে পৃথিবীর কোণে। যতই অন্ধকার থাকুক জীবনের অলিতে গলিতে যতই ঝলসানো আলো থাকুক সোপানে সোপানে মানুষের হাত ধরো হাত বাড়াও মানুষের দিকে চোখ বন্ধ করে সোজা হয়ে দাঁড়াও বুক ভরে নাও নির্মল শ্বাস আর মনে মনে ভাব তুমি একা নও মানুষ আছে মানুষ। একদিন চোখ মেলে দেখবে সমস্ত আগাছা মাড়িয়ে হাতে হাত ধরে তোমার পৃথিবী জুড়ে কেবলই মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মঙ্গলজড়ি ১

মঙ্গলজড়ি জলাশয়ে অনেক পাখি আমরা দেখি, দেখতে থাকি নানা গোলার্ধের রং বাহারি পাখি আসে আছে আমাদের প্রতিবেশী পাখিও ওরা পাঁচমিশালি জীবন যাপন...