বুধবার, ১২ জুন, ২০২৪

রাজনীতি ১২.০৬.২৪

আমি খিদের কথা বলি, রাজনীতি হয়ে যায় আমি শ্রমের কথা বলি, রাজনীতি হয়ে যায় আমি দেশভাগের কথা বলি, রাজনীতি হয়ে যায় আমি অধিকারের কথা বলি, রাজনীতি হয়ে যায় আমি শান্তির কথা বলি, রাজনীতি হয়ে যায় আমি বুক ভরে নিঃশ্বাস নিতে চাই, আমি সন্তানের শিক্ষার কথা বলতে চাই, আমি প্রতিবেশীর কাছে প্রেমের কথা বলতে চাই আমি হৃৎপিণ্ড চটকে আগুনের গোলা বানাতে চাই হাজার লক্ষ কোটি থাবা নেমে আসে অগ্নি স্বরে বলে সুখে থাকতে ভুতে কিলায় কেন রাজনীতি কোর না, দূরে হঠো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

হে মহাজীবন

মাঝরাতে হৃদয় খুব উথাল পাথাল করছিল। সত্তরের কাছাকাছি পৌঁছে হৃদয় বসন্তের ডাক শুনতে পায়না, পরপারের ডাক শোনে। আর সে ডাক শুনতে ভয় করে, এই সু...