বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

একটি মেয়েকে ১৩.০৬.২০২৪

একটি মেয়েকে ভালবেসেছিলাম অনেক মেয়ের মাঝে আশ্রয় খুঁজেছিলাম বুকের ছাঁয়ায় একটা দেশকে ভালবেসেছিলাম অনেক দেশের মাঝে আশ্রয় খুঁজেছিলাম কোল জুড়ে একটা মাকে.... দিবাস্বপ্ন দেখতে দেখতে দুপুর পেরিয়ে গেল।

হাত ধরো ১৩.০৬.২০২৪

হাত ধরো আহা ধরোই না, শক্ত করে ধরো এবার উঠে দাঁড়াও বুক ভরে শ্বাস নাও শিরদাঁড়া সোজা করো দেখ তোমার হাঁটু আর কাঁপছে না তোমার আর মনে হচ্ছে না তুমি একা মনে হচ্ছে না এ পৃথিবীতে তুমি একাই আছো তোমার হাত ধরার জন্য মানুষ আছে পৃথিবীর কোণে। যতই অন্ধকার থাকুক জীবনের অলিতে গলিতে যতই ঝলসানো আলো থাকুক সোপানে সোপানে মানুষের হাত ধরো হাত বাড়াও মানুষের দিকে চোখ বন্ধ করে সোজা হয়ে দাঁড়াও বুক ভরে নাও নির্মল শ্বাস আর মনে মনে ভাব তুমি একা নও মানুষ আছে মানুষ। একদিন চোখ মেলে দেখবে সমস্ত আগাছা মাড়িয়ে হাতে হাত ধরে তোমার পৃথিবী জুড়ে কেবলই মানুষ।

বুধবার, ১২ জুন, ২০২৪

রাজনীতি ১২.০৬.২৪

আমি খিদের কথা বলি, রাজনীতি হয়ে যায় আমি শ্রমের কথা বলি, রাজনীতি হয়ে যায় আমি দেশভাগের কথা বলি, রাজনীতি হয়ে যায় আমি অধিকারের কথা বলি, রাজনীতি হয়ে যায় আমি শান্তির কথা বলি, রাজনীতি হয়ে যায় আমি বুক ভরে নিঃশ্বাস নিতে চাই, আমি সন্তানের শিক্ষার কথা বলতে চাই, আমি প্রতিবেশীর কাছে প্রেমের কথা বলতে চাই আমি হৃৎপিণ্ড চটকে আগুনের গোলা বানাতে চাই হাজার লক্ষ কোটি থাবা নেমে আসে অগ্নি স্বরে বলে সুখে থাকতে ভুতে কিলায় কেন রাজনীতি কোর না, দূরে হঠো।

হে মহাজীবন

মাঝরাতে হৃদয় খুব উথাল পাথাল করছিল। সত্তরের কাছাকাছি পৌঁছে হৃদয় বসন্তের ডাক শুনতে পায়না, পরপারের ডাক শোনে। আর সে ডাক শুনতে ভয় করে, এই সু...