ঝড় বন্যার পানিতে ডুবে যায় দেশ
সম্পদ যায় প্রাণ হারায় তবু পলি জমে
পরতে পরতে, জমি উর্বর হয়
যুদ্ধে যুদ্ধে আকাশ ভরে ধোঁয়ায়
নাভিশ্বাস ওঠে পৃথিবীর প্রাণের তবু পলি জমে
পরতে পরতে, যুদ্ধবাজ উর্বর মস্তিষ্কে
পঞ্চম বিশ্বযুদ্ধে ঝাঁজরা তৃতীয় বিশ্ব
ইউক্রেন রাশিয়া ঢাকা দেয় হামাস ইজরাইল
পরতে পর্বতে ঢাকা পড়ে গরীবের যুদ্ধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন