মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

বাইশে শ্রাবণ ২০২৩

রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন

আপনি হাসছেন? হাসুন
হাসতে হাসতে কান পাতুন 
শান্তিনিেতনের দেয়ালে
পাথর চাঁপা হয়ে আছে রবির আলো
প্রার্থনা সঙ্গীতের সুর নেই
পৌষের মেলা নেই
সৌভ্রাতৃত্ব নেই
বিশ্বমানবতার স্বর নেই
রবীন্দ্র জ্যোতি নেই
অশিক্ষার দাবানল জ্বালিয়ে যজ্ঞে মত্ত এক ধর্মের নাগেশ্বর।

আপনি হাসছেন, হাসুন
শ্রাবণ আকাশ থেকে দুফোঁটা জল ধার নিন
একটা গাছ লাগান প্রতিবাদের, বিদ্রোহের আর
বিশ্ব মানবতার জয়গানের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

হে মহাজীবন

মাঝরাতে হৃদয় খুব উথাল পাথাল করছিল। সত্তরের কাছাকাছি পৌঁছে হৃদয় বসন্তের ডাক শুনতে পায়না, পরপারের ডাক শোনে। আর সে ডাক শুনতে ভয় করে, এই সু...