এসো সূর্য
এসো সূর্য
অন্ধকার জীবন থেকে বেরিয়ে এসো
গহীন জঙ্গল গুহার আড়াল থেকে
মাঠ প্রান্তর বস্তির আনাচ কানাচ
পোকা মাকড়ের জীবন থেকে
বেরিয়ে এসো খোলস পাল্টাও
সূর্য তুমি
তোমার অফুরান শক্তির কথা ভাবো
শিক্ষার আলোকে নিজেকে
সন্তান সন্ততিকে প্রজ্বলিত করো
কোন দেবদূত এসে আগুন জ্বালাবে না
নিজে জ্বলো এবং জ্বালাও
শত সূর্য
ব্রহ্মান্ডে জ্বলে অন্ধকারে পথ দেখায়
শতমত এক হও প্রজ্বলিত শিখায়
পোড়াও হাজার হাজার বছরের পাপ
এবং পাপিকে আপনরাজ বানাও
দলিতের ভগবান নেই ভগবান হও।।
৭/১/২২ সকাল
Good.
উত্তরমুছুন