বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

কবিতা :এবং সিঙ্ঘু।

কবিতা : এবং সিঙ্ঘু ।
           ' পথসংকেত পত্রিকা'র মাসিক ভার্চুয়াল সভায় জন্য সম্পাদক মহাশয় একটা কবিতা চাইলেন। বললেন, এক্ষুনি পাঠাতে হবে। বললাম, কবিতা তো লিখতে পারিনা, কাহিনীর চেষ্টা করতে পারি। তাঁর জোরাজুরিতে কলম ধরলাম। চিন্তায় দেশের সর্ববৃহৎ কৃষক আন্দোলন, সিঙ্ঘুর।

নিরন্তর মিথ‍্যায় জয় উঠে আসে
খরার ফসল যেমন,
জার্মানির হিটলার  ইতালির মুসোলিনি
মিথ‍্যার চাষে যেমন ছিল মাতোয়ারা।
আপাত অপরাজেয় সে বিক্রম
একদিন ভেঙ্গে পড়ে, ভেঙ্গে পড়েছিল,
একদিন ভেঙ্গে পড়বে
এই ভারত, এই বাংলায়।
নিরন্তর মিথ্যা জম্ম দিতে পারে না
শক্ত ভিতের হিমালয়, গড়তে পারে না কালজয়ী সৌধ।

নিরন্তর সত্য শত পরাজয়ে স্থির থাকে,
জয় আনে একদিন
রক্ত কোলাহল, আত্মদান মহোৎসবে
জয় আনে বিপ্লবে
যেমন ভিয়েতনাম, যেমন কৃষকের সিঙ্ঘু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

হে মহাজীবন

মাঝরাতে হৃদয় খুব উথাল পাথাল করছিল। সত্তরের কাছাকাছি পৌঁছে হৃদয় বসন্তের ডাক শুনতে পায়না, পরপারের ডাক শোনে। আর সে ডাক শুনতে ভয় করে, এই সু...