রবিবার, ১ জুন, ২০২৫

Sahaj path সহজ পাঠ

নাতনী দাঁত কিড়মিড় বাংলা খবর পড়ে দিদিমনিদের ছাত্রছাত্রীদের টেবিলের বেঞ্চের নিচে লুকানোর ছবি দেখে মাকে জিজ্ঞেস করলো সাইরেন বাজবে কেন ? মা সরবে বলল, যুদ্ধ হলে সাইরেন বাজে। কে যুদ্ধ করবে? পাকিস্তান। কেন করবে? ওরা মুসলমান, ওরা হিন্দুদের মারতে চায়। কেন মারতে চায়? মুসলমান আমাদের শত্রু, তাই মারতে চায়। মা, হাফিজা আমার বেস্ট ফ্রেন্ড, সে কি আমাকে মারবে ? মা উত্তর দেয় না, নীরবে ঘর থেকে বেরিয়ে যায়। ৮/৫/২৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মঙ্গলজড়ি ১

মঙ্গলজড়ি জলাশয়ে অনেক পাখি আমরা দেখি, দেখতে থাকি নানা গোলার্ধের রং বাহারি পাখি আসে আছে আমাদের প্রতিবেশী পাখিও ওরা পাঁচমিশালি জীবন যাপন...