বুধবার, ৮ মে, ২০২৪

পঁচিশে বৈশাখ ১৪৩১

তোমার মত রবীন্দ্রনাথ একটা আলখাল্লা খুঁজে চলেছি শত শত তারার মেলায় লক্ষ যোজন সময়ের ঝাপিতে ঠিক তোমার মত রবীন্দ্রনাথ তাঁতি জানালো তাঁত তো যন্ত্র নয়, ওটা একটাই হয়।

বুধবার, ১ মে, ২০২৪

মে ডে ২০২৪

সন্তান মানুষ করেছি, জোর গলায় বলি ডলার আসে মাসে মাসে, চৌদ্দ ঘন্টা সশ্রম কারাবাস। সকাল সকাল স্কুল, বিকালে বাবার হাত ধরে পার্ক মানুষ বানাবার ইচ্ছে ছিল, দশটা পাঁচটা শেষে। রবিবার পূর্ণ জোয়ার, দশটা পাঁচটা নেই আমার সন্তান বলে, সময়ের অপচয় অপার। বাবার সোয়েটার লাল ছিল, মুষ্ঠিবদ্ধ হাত লড়াইয়ের মে ডে, আমার সন্তান পরে দাসত্বের খত। ১/৫/২৪

মঙ্গলজড়ি ১

মঙ্গলজড়ি জলাশয়ে অনেক পাখি আমরা দেখি, দেখতে থাকি নানা গোলার্ধের রং বাহারি পাখি আসে আছে আমাদের প্রতিবেশী পাখিও ওরা পাঁচমিশালি জীবন যাপন...